Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মনিরামপুর ইউনিয়ন ওয়েব পোর্টালের তথ্য হালনাগাদের কাজ চলছে। সাময়িসক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।


ছবি
শিরোনাম
হরিহর নদীর
বিস্তারিত

মণিরামপুর উপজেলাধীন ৬নং মণিরামপুর ইউনয়ন পরিষদ এর পাশ দিয়ে বয়ে যাওয়া কপোতাক্ষ নদীর হয়ে বঙ্গোবসাগরে মিশেছে।

হরিহর নদী বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যশোর জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ৩৬ কিলোমিটার, গড় প্রস্থ ১৮ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" কর্তৃক হরিহর নদীর প্রদত্ত পরিচিতি নম্বর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদী নং ৯৭।[১]

প্রবাহ[সম্পাদনা]

হরিহর নদীটি যশোর জেলার মনিরামপুর উপজেলার রুহিতা ইউনিয়ন এলাকায় প্রবহমান কপোতাক্ষ নদ হতে উৎপত্তি লাভ করেছে। কিন্তু বর্তমানে এর উৎসমুখ বন্ধ হয়ে যাওয়ায় নদীটি কাশিমনগর ইউনিয়নের একটি নিম্নভূমি থেকে উৎপত্তি লাভ করেছে বলে মনে হয়। এই নদীর জলধারা একই জেলার মনিরামপুর ও কেশবপুর উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে হাপরখালী নদীতে নিপতিত হয়েছে। নদীটির বেশ কিছু অংশে এখন তেমন পানি থাকে না। কোথাও নদীটি ক্ষীণ প্রবাহপথে পরিণত হয়েছে। নদীটি জোয়ার ভাটার প্রভাবে প্রভাবিত।[১]